
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: নির্ধারিত সময়ের অনেক আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বৃষ্টির জেরে নাজেহেল অবস্থা উত্তরবঙ্গবাসীর। অতি বৃষ্টির ফলে জলমগ্ন হচ্ছে জলপাইগুড়ির একাধিক এলাকা। তবুও সচেতন হচ্ছে না জলপাইগুড়ি পুরসভা। বেহাল নিকাশি ব্যবস্থা, জলমগ্ন পুর সভার একাধিক ওয়ার্ড। শুক্রবার সকাল থেকেই চলাফেরায় চরম দুর্ভোগে পড়তে দেখা গেলো বাসিন্দাদের। নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার দরুন বৃষ্টির জল পাস হতে পারে না। সে কারণেই রাস্তায় জল আটকে থাকার কারণে যাতায়াতের চরম দুর্ভোগ বলে অভিযোগ বাসিন্দাদের।
প্রতি বছরই অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি পৌরসভার ১৬ নম্বর, ১২ নম্বর এবং ২৫ নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া, পরেশমিত্র কলোনি, করলা নদী সংলগ্ন বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যারফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বহুবার পুরসভার দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা।