
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : দিকে দিকে জমি মাফিয়াদের দৌরাত্ম্য ! শোরগোল পড়ে গেছিল গোটা উত্তরবঙ্গজুড়ে. শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল. তার রেশ কাটতে না কাটতেই ফের ধর্মীয় স্থান শ্রী বৈকুণ্ঠ নাথ পিনজ্রাপোল গোশালার অধিনে থাকা জমি বেহাত হওয়ার অভিযোগ.
উল্লেখ্য, জলপাইগুড়ি গোশালা মোড়ে রয়েছে শতাব্দী প্রাচীন এই গোশালা. ১৯১১ সালে এই গোশালার সূচনা হয়, গোশালার অধীনে সংলগ্ন এলাকায় অনেক জমি রয়েছে. যার মধ্যে একটি ১৭ বিঘার প্লট রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া ৩১ নং জাতীয় সড়কের পাশে. গোশালার সদস্যদের অভিযোগ, সম্প্রতি তারা ওই ১৭ বিঘার প্লট গার্ড ওয়াল দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু করেন. সেইসময় তাঁরা জানতে পারেন পুরো জমিটার ভূয়ো দলিল বানিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে.
এরপর সদস্যরা গত মে মাসে জলপাইগুড়ি BLRO দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাঁদের দাবি ওই জমি উদ্ধারে গড়িমসি করছেন আধিকারিক. অবিলম্বে জমি উদ্ধার করতে এবার তারা মুখ্যমন্ত্রীর দারস্থ হয়েছেন.
জমি মাফিয়াদের তাণ্ডবে ঘুম ছুটেছে সাধারণ মানুষের. এবার রাজার দান করা প্রাচীণ গো – শালার জমি দখল. প্রশ্ন উঠছে, সরকারি দফতরই কি ঘুঘুর বাসা?