
উজ্জ্বল হোড়,জলপাইগুড়িঃ বাইশ হাত মা সীতা এখানে পূজিত হন চামুন্ডা রূপে। পূজাকে ঘিরে প্রতি বছর মেলা বসে জলপাইগুড়ি জেলার দোমহনীর রাখালহাট কুমার পাড়া গ্রামে। মঙ্গলবার রাতে শেষ হল পূজা ও মেলা।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি। তিস্তার বাম পারে এক প্রাচীন জনপাদ। যেই জনপদ বহন করছে, কয়েক হাজার বছরের ইতিহাস। সেই ময়নাগুড়ির ব্লকের দোমহনী ২ নং গ্রাম পঞ্চায়েতের রাখালহাট কুমার পাড়া গ্রামে বাইশ হাত মা সীতা এখানে পূজিত হন চামুন্ডা রূপে। উত্তরের রাজবংশী সম্প্রদায়ের নানান লৌকিক দেব দেবীর মধ্য বাইশ হাত মা সীতা একটি দেবী। স্থানীয় ভবেন্দ্রনাথ রায়ের বাড়িতে পূজিত হন এই দেবী। সঙ্গে দেবী কালী পূজিত হন আরও নয়টি রূপে। ভবেন্দ্রনাথ রায় জানান, তাঁদের ঠাকুর তলায় ৭ হাত কালি, ১১ হাত কালি, ১৪ হাত কালি মায়ের মূর্তি আছে বহু যুগ ধরে। বাইশ হাত সীতা চামুন্ডার মূর্তি সেই তুলনায় নবীন।
বাইশ হাত মা সীতা এখানে পূজিত হন চামুন্ডা পুজোকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে। মেলা চলে চার দিন ধরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।