
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরের সবকটি জেলার ওপর কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস।
জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ উত্তরের অন্যান্য জেলাগুলোতে অতিভারী বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া দফতরের জারি কমলা সতর্কতার প্রভাব বৃহস্পতিবার রাত থেকেই প্রত্যক্ষ করতে শুরু করেছে জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্স. শুক্রবার সকালেও চলছে অবিরাম বৃষ্টি, যে কারণে ইতিমধ্যেই তিস্তা সহ অন্যান্য নদী গুলোর জলস্তর যেমন বাড়ছে সেই সঙ্গে ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ী নদী এবং ঝোরাগুলোতে হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে।
ক্রেতাদের পথ চেয়ে বসে রয়েছেন দোকান মালিক জোৎস্না মজুমদার. বৃষ্টির জেরে প্রভাব পড়ছে বিক্রি-বাট্টাতেও
বর্ষার দাপটে কার্যত বিপন্ন জলপাইগুড়ি জেলার স্বাভাবিক জনজীবন. পাশাপশি জেলায় অবস্থিত বনাঞ্চল এবং চা বাগান গুলোতেও ব্যাপক প্রভাব পড়েছে।