
উজ্জাল হোড়, জলপাইগুড়ি : আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই. সেই মতোই, ভারী বৃষ্টিপাতের কবলে উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং জেলা। সোমবার রাত থেকে চলা বৃষ্টির জেরে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার পশ্চিম ডুয়ার্সের মালবাজার মহকুমার পাহাড়ী নদীগুলিতে ক্রমশই বাড়ছে জলের স্রোত. হু হু করে বাড়ছে লিশ নদীর জল. জলের তলায় প্রায় ২৫ থেকে ৩০ টি বাড়ি. ইতিমধ্যেই লিশ নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে ওয়াসাবাড়ি. যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে সেনা বাহিনি। এখনও পর্যন্ত ৫০ থেকে ৬০ টি পরিবারকে উদ্ধার করা হয়েছে. আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না স্থানীয়রা.
লাগাতার বৃষ্টির জেরে তিস্তা সহ ডুয়ার্সের পাহাড়ী নদীগুলোতে জল বাড়ার পাশাপশি হরপা বানের আশঙ্কা রয়েছে।