
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:মাঘ মাসের বৃষ্টিতে ভিজলো জলপাইগুড়ি।গরম কাপড়ের সঙ্গে এবার ছাতা রেইন কোট সঙ্গী হলো জলপাইগুড়িবাসীর।
আবহাওয়ায় দফতরের পূর্বাভাস ছিলো আগে থেকেই,সেই মতো বুধবার তিস্তা পাড়ে ভোর হলো ইলশেগুঁড়ি বৃষ্টি নিয়ে।এই অকাল বৃষ্টির ফলে
এক ঝটকায় অনেকটাই নেমে যায় তাপমাত্রার পারদ,
একদিকে মাঘের শীত তার ওপর ইলশেগুঁড়ি বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়ায় কার্যত জুবুথুবু অবস্থা জলপাইগুড়িবাসীর।
এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই জীবন জীবিকার টানে পথে বেরিয়েছে অনেকেই। তবে গরম জামা কাপড়ের সঙ্গে বুধবার সঙ্গী হয়েছে ছাতা, রেইন কোট।
আবহাওয়ার এমন পরিবর্তন প্রসঙ্গে জেলা শহরের প্রবীণ নাগরীক নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, জলপাইগুড়ির এটাই স্পেশালিটি শীত যাবার আগে এমন ভাবে বৃষ্টি হওয়া,। বাজারে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে।
অপর এক প্রাত ভ্রমণকারী প্রদূতকুমার দাস জানালেন, ছাতা মাথায় দিয়েই আজ ঘরের বাইরে আসতে হয়েছে, কারণ এই অসময়ের বৃষ্টির জলে ভিজলে শরীর খারাপ হতেই পারে।
এই বৃষ্টির ফলে ইনিংস শেষ হওয়ার আগে , আরো বেশ কয়েকটা দিন শীতের জমিয়ে ব্যাটিং অনুভব করার আশায় রয়েছেন জলপাইগুড়ি বাসীরা।