
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : প্রতিবছরই রথের দিন বিভিন্ন কমিটিগুলো দুর্গাপুজোর খুঁটিপুজো করে থাকে. তবে রবিবার বর্ষার দাপটে স্বাভাবিক জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল জলপাইগুড়িতে. শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র সহ পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে অব্যাহত জলযন্ত্রনা. এরই মধ্যে খুঁটিপুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পরলো শারদ উৎসবের।
এবারও জলপাইগুড়িতে মোহরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা সমিতি তাদের খুঁটিপুজো সম্পূর্ণ করলো। রথের দিন সকালে তাদের পুজো সম্পন্ন হয়. পুজোয় প্রতিবছরই তাঁদের থিমে থাকে নতুন চমক. পুজোর উদ্যোক্তা উত্তম বোস বলেন, প্রতিবছরই রথের দিন আমরা খুঁটিপুজা করে থাকি। এবারও করছি। তবে, এবারে বিশেষ চমক থাকছে.