
উজ্জ্বল হোড়:জলপাইগুড়ি:
উত্তরবঙ্গ লবির অন্যতম বলে পরিচিত ডাক্তার সুশান্ত রায় ও তার ছেলে সৌত্রিক রায়ের সন্ধান চেয়ে পোস্টার জলপাইগুড়িতে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। দুজনের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে পিতা – পুত্রের ছবি দিয়ে পোস্টার পড়ে চিকিৎসক সুশান্ত রায়ের বাড়ির সামনে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য রাজ্যের স্বাস্থ্য দফতরে বেশ প্রভাবশালী ‘উত্তরবঙ্গ লবি’ বলে খবর। সুশান্ত রায় এই প্রভাবশালী চিকিৎসকদের মধ্যে একজন বলে অভিযোগ। আর জি করের পড়ুয়ার ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রাই নামে একজনকে গ্রেফতার করেছে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। জানা গেছে জলপাইগুড়ির এই সুশান্ত রায় সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ । তাঁর বিরুদ্ধেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। এর পরেই ডাক্তার সুশান্ত রায়কে বহিষ্কার করে আইএমএর রাজ্যের আইএমএর জলপাইগুড়ি শাখাও। পাশাপাশি তাঁর ছেলে যুগ্ম-সম্পাদক সৌত্রিক রায় ও সহ-সভাপতি অভিক দে’কে সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠায় জলপাইগুড়ি আইএমএ ৷
অভিযোগ, ডা: সুশান্ত কুমার রায়ের পরামর্শেই বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দে’র ঘনিষ্ঠরা সিন্ডিকেট রাজ চালাতেন। হাসপাতাল গুলিতে তারা থ্রেট কালচার চালাতেন বলেও অভিযোগ। এই সব অভিযোগে যথেষ্ট চাপে রয়েছেন ডাক্তার সুশান্ত রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়। মঙ্গলবার সকালে দেখা যায় ,তাদের বাড়ির পাঁচিলে বাবা-ছেলের ছবি দিয়ে তাঁদের দুর্নীতির খতিয়ান তুলে ধরে পোস্টার দেওয়া হয়েছে। তাদের সন্ধান চাই বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে।