
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:চা বাগানে জেলা প্রশাসন। দুয়ারে সরকার শিবিরের পরে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে গ্রামে বসেই সমস্যার সমাধান । সমস্যার সমাধানে জনসংযোগ শুরু হয়েছে ২৮ শে জানুয়ারি। আর সেই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে আনন্দপুর চা বাগানে জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভীন , এস.পি খান্ড বাহালে উমেশ গানপথ, বিডিও রীমিল সরেন সহ এক ঝাঁক আধিকারিক সাধারণ মানুষের সমস্যা শুনলেন, এবং কেন সেই সকল পরিষেবা পায় নি সঙ্গে সঙ্গে তা আধিকারীদের দেখার নির্দেশ দিলেন । জেলা শাসককে কাছে পেয়ে সমস্যার কথা জানাতে পেরে সাধারণ মানুষ খুবই খুশি ।