
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: গত লোকসভা নির্বাচনে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে গেরুয়া ঝড় দেখা দেখা গিয়েছিলো । তবে সেই সময়েও জলপাইগুড়ি লোকসভা আসনের সদর ব্লক দুয়ের বারোপেটিয়া, রঙ্গধামালী, পাহাড় পুর, পাতকাটা, রায়পূর, শিকারপুর, করলা ভ্যালী চা বাগান অঞ্চল গুলোতে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল রাজ্যের শাসক দল।। ১৯ শের সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবারেও ময়দানে নেমেছেন দক্ষ সংগঠক তথা এস টি, এস সি, ও বি সি, সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।
ইতিমধ্যেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে একের পর এক কর্মী সভা করেছেন তিনি। শনিবার রঙ্গধামালিতে আয়োজিত এক সভায় আসন্ন ব্রিগেডে জন গর্জন সভা ও ভোট যুদ্ধে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের ভূমিকা যে অপরিহার্য সেটি নিজের বক্তব্যে বুঝিয়ে দিতে চাইলেন তৃণমুল কংগ্রেস দলের এই দক্ষ সেনাপতি। এদিনের সভায় কৃষ্ণ দাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলচিক বরাইক।