
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: চাবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করলেন মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে বানারহাট ব্লকের গয়েরকাটা সংলগ্ন হলদিবাড়ি চাবাগান এলাকায় অভিযান চালান বনকর্মীরা।বাগানের হলদিবাড়ি এবং স্কুল লাইন এলাকা থেকে উদ্ধার হয় কাঠ , কাঠ কাটার যন্ত্র। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।উদ্ধার হওয়া কাঠ বাজেয়াপ্ত করে মোরাঘাট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।