
গোপাল শীল, বারুইপুর:
আদালতে তোলা হলো সোনারপুরের জমি মাফিয়া জামাল সর্দারকে ।শনিবার দুপুর পৌনে বারোটা নাগাদ সোনারপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হল বারুইপুর মহকুমা আদালতে। এদিন থানা থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় জামাল জানান যারা তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন তিনি। যারা এই অভিযোগ করেছেন তারা সকলেই সরকারি জমি দখল করে বসে আছেন। সমীর নস্কর নামে এক ব্যক্তি চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ জামালের।এদিন সোনারপুর থানার পুলিশ ১৪ দিনের জেল হেফাজত চেয়ে তাকে বারুইপুর মহকুমা আদালতে তুলছে।