
স্পোর্টস ডেস্ক : শুক্রবার যুবভারতীতে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে ২ নম্বরে উঠে এলো মোহনবাগান । এদিন ম্যাচের ৭ মিনিটে অসাধারণ গোল করেন পেত্রত্রাস । এরপরে ৬৮ মিনিটে জনি কাউকো মনবীরকে পাস বাড়ান। মনবীর ওপেনিংয়ের জন্য কামিন্সের কাছে বল বাড়ান। কামিন্স বক্সের ভিতরে দুর্দান্ত রান করে গোল করে যান।এরপর ৮১ মিনিটে মোহনবাগানের হয়ে ৩-০ করেন সাদিকু।আর ম্যাচের পর দলের জয় নিয়ে বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস বললেন “আজ আমাদের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে। তবে এখন পর্যন্ত পরের ম্যাচ নিয়ে ভাবার সময় পাইনি। ডার্বিতে অন্য ম্যাচ, অন্য প্রতিপক্ষ। আমরা এখন এই ম্যাচের জয় উপভোগ করতে চাই। পরের ম্যাচ নিয়ে পরের সপ্তাহে ভাবা যাবে”।
জনি কাউকো যে একজন ভাল নেতা, তা স্বীকার করে নিয়ে বাগান কোচ বলেন, “জনি কাউকো যথেষ্ট ভাল ও পেশাদার ফুটবলার। ওকে আমাদের অবশ্যই দরকার। তবে আমার দলে একজন নেতা নয়, কুড়িজন নেতা চাই আমি। কারণ, দলে যদি মাত্র একজন নেতা থাকে, সে যখন কোনও কারণে অনুপস্থিত থাকবে, তখন গোটা দলটাই দিশাহারা হয়ে যাবে। একাধিক নেতা থাকলে, সেই সমস্যা হবে না”।পরের ম্যাচই ডার্বি। আর ডার্বি নিয়ে হাবাস বললেন,’ডার্বি দুই ক্লাবের কাছেই গুরুত্বপূর্ণ। আমরা এখন ভাল অবস্থায় রয়েছি। আমরা একশো শতাংশ দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব। ডার্বিতে আগে যথেষ্ট সময় আছে।’