
ওঙ্কার ডেস্ক:সপ্তাহের শুরুতেই নির্বাচনী প্রচারে ঝড় তুললেন জঙ্গিপুর ৯ নম্বর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তুজা হোসেন।
সোমবার সকালে নবগ্রাম সিপিআইএম কার্যালয়ে বাম কংগ্রেসের কর্মী সভার শেষে সেখান থেকেই মিছিল শুরু করেন
মুর্তুজা হোসেন। এরপর নবগ্রামের বাস স্ট্যান্ড মোড় সহ নবগ্রামের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে মিছিল করেন তিনি । প্রচার শেষে মুর্তজা হোসেন বলেন ,পঞ্চায়েত নির্বাচনে প্রচুর রিগিং ও ছাপ্পা ভোট হয়েছে।তবে এবার কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমরা জয়ী হবে।
মিছিলে প্রার্থীর সঙ্গে ছিলেন বাম নেতা মীর বাদাম আলী, ধীরেন্দ্রনাথ যাদব,
মুকুল মন্ডল,সঞ্জীব পান্ডে, জুয়েল শেখ, সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতা- নেত্রী সহ কর্মীরা।