
তিতাস বসু,ওঙ্কার বাংলা: ৬০০ কোটির গন্ডী পেরোলো ‘জওয়ান’। রিলিজের ৬ দিনের মাথায় এই মাইলস্টোন ছুঁল ‘জওয়ান’। ভারত পাকিস্তান ম্যাচের দিনেও বক্স অফিসে জারি ছিল’জওয়ান’-এর জাদু। ‘জওয়ান’-এর ওয়ার্ল্ড ওয়াইড কলেকশন ৬০০ কোটি টাকা, অন্যদিকে প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া ছবি ‘জওয়ান’ দেশে প্রায় ৩৫০ কোটি টাকার কাছাকাছি আয় করে ফেলেছে ইতিমধ্যে। এবছর ‘পাঠান’ এবং ‘গদর ২’এর পর ‘জওয়ান’ তৃতীয় ছবি হিসেবে ৩০০ কোটির গন্ডী পেরোলা।
শুধু দেশের মাটিই নয়, গোটা বিশ্বজুড়ে শাহরুখ ম্যাজিক যে সকলকে মুগ্ধ করেছে তা ছবির বক্স অফিস কালেকশন দেখলেই সহজে বোঝা যায়। শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান এই মুভি গত ৭ই সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পায়। এই ছবির প্রথম শো কলকাতাতে দেখানো হয়। ছবিকে কেন্দ্র করে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।