
ওঙ্কার ডেস্ক:চলতি বছরের অক্টোবর মাসে একটি সমঝোতা চুক্তির হয় ভারত-চীনের মধ্যে যার জেরে দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতির ঘটছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালে ভারত চীন সীমান্তে সংঘর্ষের কারণে সম্পর্কে চিড় ধরে দু দেশের মধ্যে। ২০২০ সালে থেকে এই নিয়ে সীমান্তে উত্তেজনা ছিল চরমে। এবং দুদেশের তরফ থেকে সেনা মোতায়েনের কারণে মাঝে মধ্যেই গোলাগূলি চলে যার জেরে নিহত হয়েছে অনেক ভারতীয় সৈন্য।কিন্তু জয়শঙ্কর জানান এই নিয়ে চিনের সাথে বহুবার কূটনৈতিক আলোচনায় বসেছে ভারতের বিদেশ মন্ত্রক। এবং তার ফল স্বরূপ অক্টোবর মাসে স্বাক্ষরিত হয় সীমান্ত চুক্তি। সীমান্ত বিতর্কের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে ভারত চীনকে আশ্বস্ত করছে যে, “তারা একটি সুষ্ঠু এবং সমঝোতামূলক সমাধান প্রত্যাশা করে।” জয় শঙ্কর এও জানিয়েছেন যে এখনও পর্যন্ত সীমান্ত সমস্যার সমাধান পুরোপুরি হয়নি, কিন্তু এই চলমান আলোচনার কারণে সম্পর্কের উন্নতির সম্ভাবনা খূব প্রবল। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট, ভারত আশা করে যে, কূটনৈতিক আলোচনা ও স্থিতিশীল সম্পর্কের মাধ্যমে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। ড. জয়শংকর আরও বলেন, “ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার চীন ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে আরও সুসংহত কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-চীন সম্পর্কের উন্নতি একটি ধীর এবং সতর্ক প্রক্রিয়া। তবে বর্তমান পরিস্থিতি আশাব্যঞ্জক। কূটনৈতিক প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের আশা এখনও বহাল রয়েছে।”