
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: সোমবার সকালে বড়সড় দুর্ঘটনা ঝাড়গ্রামে।একটি যাত্রী বোঝাই বাস ও তেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত প্রায় ১৭ জন৷ আহতরা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বালিভাষা টোল প্লাজার জাতীয় সড়কের উপর। গুরুতর আহতদের চিকিৎসার জন্য আনা হয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।