
অরূপ ঘোষ,ঝাড়গ্রামঃ মঙ্গলবার সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডির হানা দিল ঝাড়গ্রামে। সকাল হতে না হতেই বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর এক সরকারি আবাসনে পৌঁছয় ইডির একটি দল। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। নাম শুভ্রাংশু মণ্ডল।
সূত্রের খবর, জাতিগত শংসাপত্র সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এই অভিযান চলছে। আরও জানা গিয়েছে, অভিযানে ইডির ৬ জন অধিকারিক রয়েছে। সঙ্গে প্রচুর সিআরপিএফ জওয়ান। ঝাড়গ্রাম থানার পুলিশও রয়েছে হাউজিংয়ের বাইরে। এদিন ইডি ঢুকতেই ঝাড়গ্রাম থানার আইসি আসেন খোঁজ নিতে। আবাসনের ভিতরে ঢুকতে চান তিনি। কিন্তু তাঁকে আটকে দেয় সিআরপিএফের জওয়ানরা। তল্লাশির কাগজ দেখতে চান আইসি। সে সংক্রান্ত কাগজ দেখানো হলে বেরিয়ে যান তিনি।