
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:
লোকসভা নির্বাচনের আগে আগে ঝাড়গ্রামের জামবনীতে মাওবাদী পোস্টার উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য। আগামী ২৫ শে জানুয়ারি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,এই তিন জেলায় বন্ধের ডাক দেওয়া হয়েছে এই পোস্টার। পোস্টারে বলা হয়েছে যে মাওবাদীরা জনগণের সঙ্গে আছে। সেই সঙ্গে শাসকদলের নেতাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে কি লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহল জুড়ে মাওবাদী কার্যকলাপ বাড়ছে ,ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে?