
অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম : লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে চরম সমস্যায় তৃণমূল। সরকারের সাথে না থাকার হুঁশিয়ারি মুন্ডা সমাজের। তাঁদের অভিযোগ, ঝাড়গ্রাম লোকসভায় আদিবাসী সমাজে সংখ্যাগুরু হলেও সরকারের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। মঙ্গলবার বঞ্চনার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে তারা জানান, লোকসভা ভোটে ভোট দান থেকে বিরত থাকবেন তাঁরা। তাদের অভিযোগ, ভোট বৈতরণী পার করতে বার বার মুন্ডাদের ব্যবহার করা হয়েছে। মুন্ডাদের নামাঙ্কিত সভায় ডেকে তাদের গুরুত্ত্ব না দিয়ে অন্য সম্প্রদায়কে গুরুত্ত্ব দেওয়া হয়। আজ পর্যন্ত তাদের নামে কোনো বোর্ড গঠন হয়নি।
তাঁদের আরও অভিযোগ, নবান্নে তাঁদের ডেকে পাঠিয়ে শুধু মুন্ডাদের বাদ দিয়ে বাকি সমস্ত সম্প্রদায়ের জন্য বরাদ্দ ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী।
ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি পূরণ করে না কেউ। এবার যদি তাদের দাবিদাওয়া না মানা হয়, তাহলে তারা সরকারকে বয়কটের রাস্তায় হাঁটবে, জানিযে দিল মুন্ডা সমাজ।