
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: মা কে খুনের ঘটনায় গ্রেপ্তার ছেলে। বিনপুর থানার তেতুলডাঙ্গায় গত ১৭ তারিখ সন্ধে সাতটার সময় পারিবারিক গোন্ডগোল হয় সরেন পরিবারে। মা, বাবার সাথে ছেলের সামান্য বচসাকে কেন্দ্র করে হঠাৎ ছেলে মা, বাবার উপর চড়াও হয় লাঠি হাতে । এলোপাথাড়ি মারধর শুরু করে মা, বাবার উপর ছেলে কালাচাঁদ সরেন । বাবা কনক্রমে পালিয়ে যায়। এর পরেই মা কে লাঠি দিয়ে একাধিক বার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি প্রতিবেশিরা থানায় খবর দেয় ঘটনা স্থলে পুলিশ পৌছলে পালিয়ে যায় ছেলে। গুরুতর আহত মা ছিতামনি সেরেনকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসা চলাকালীন সেই রাতেই মারা যান।গত ১৮ তারিখ বাবা বিনপুর থানায় ছেলের নামে মাকে খুনের ঘটনায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে তেতুলিয়া থেকে ছেলে কালিচাঁদ সরেনকে গ্রেপ্তার করে। মাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলেকে ঝাড়গ্রাম আদালতে পেশ করেন ও তিন দিন পুলিশ হেফাজতের আবেদন করেন তদন্তের জন্যে।