
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : সবজিপাতি থেকে মাছ মাংস, বাজারে গেলেই হাত পুড়ছে সাধারণ মানুষের. আকাশছোঁয়া দাম নিত্যপ্রয়োজনীয় জিনিসের. পছন্দের খাবার খেতেও দশবার ভাবতে হচ্ছে. এমনকি, আলুর দামেও লাগামছাড়া. তার ওপর ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি. বুধবার তিনদিনে পড়লো তাঁদের কর্মবিরতি. প্রসঙ্গত, রাজ্যে আলুর জোগান কম থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আপাতত ভিনরাজ্যে আলুর রফতানি বন্ধ রাখতে হবে. তাঁর এমন নির্দেশের পরেই কর্মবিরতির ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা. ফলে, বাজারে এখন আলুর আকাল হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের. বিভিন্ন জেলার পাশাপাশি একই ছবি ঝাড়গ্রামের বাজারগুলোতেও.
কোনও কোনও বাজারে আলু মিলছেই না. যেখানে যেখানে আলু পাওয়া যাচ্ছে, দাম শুনলেই চোখ কপালে ওঠার জোগার.
বাঙালির পাতে আলু প্রায় প্রতিদিনই আবশ্যিক সবজির মধ্যে পড়ে. আলু ছাড়া কোনও রান্নাই প্রায় চলে না. বাকি সবজি না থাকলেও হয়, তবে আলু না থাকলে পাত যেন শূন্য মনে হয়. তাই আলুর বাজারে ধর্মঘট হওয়ায় কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের.