
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
নৃশংস ভাবে হাতিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ জঙ্গল ঘেরা জলপাইগুড়িতে।, দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার পশু ও পরিবেশ কর্মীরা।১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রাম জেলায় মোট পাঁচটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে।, এরপরেই বন বিভাগের হাতি তাড়ানোর হুলা পার্টির সদস্যরা ঘিরে ফেলে পুরো এলাকা।বন বিভাগের তাড়া খেয়ে স্থানিয় প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে আশ্রয় নেয় গর্ভবতী একটি হাতি।এরপর ওই সেই হাতিটিকে জ্বলন্ত মশাল ছুঁড়ে মারা হয়।এবং হাতিটি আগুনে পুড়ে মারা যায়।ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদম তলা মোড়ে বিভিন্ন পশু ও পরিবেশ প্রেমিক সংগঠনের উদ্যোগে একটি শোকসভার আয়োজন করা হয়েছিল । এই অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখা সহ দোষী বন আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।