
ওঙ্কার ডেস্ক : শনিবার শেষ হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন. ঝাড়গ্রাম লোকসভার চারটি বিধানসভার ইভিএম, ভিভিপ্যাড জমা পড়ে ঝাড়গ্রাম মহিলা কলেজের স্ট্রং রুমে। পুলিশি কড়া পাহারায়, সহকারী নির্বাচন আধিকারিক তথা গড়বেতা- ১ ও গড়বেতা -২ ব্লকের বিডিওদের উপস্থিতিতে রবিবার ঝাড়গ্রাম লোকসভার অধীন গড়বেতা বিধানসভার ইভিএম, ভিভিপ্যাড মেদিনীপুর ডিসিআরসি থেকে ঝাড়গ্রামের স্ট্রং রুমে নিয়ে আসা হয়।
অন্যদিকে, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ইভিএম বাক্স নিয়ে ডিসিআরসি সেন্টার সিধু কানু বিরশা ইউনিভার্সিটিতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী।