
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম : রাস্তার বেহাল দশা, সমস্যায় এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দেহগঞ্জ গ্রামের রাস্তার বেহাল দশার কারণে যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। নিত্য প্রয়োজনীয় কাজে ওই রাস্তার উপর দিয়েই প্রত্যেকদিন এলাকার বহু ছাত্র, ছাত্রী সহ এলাকার মানুষজন যাতায়াত করেন।কিন্তু রাস্তায় বড় বড় গর্ত তৈরি হওয়ার কারণে রাস্তার অবস্থা খারাপ। এলাকার মানুষের অভিযোগ,দীর্ঘদিন ধরে এই রাস্তার এমন অবস্থা। বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে দাবি স্থানীয়দের।
বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি জিতেন সিং বলেন, এই রাস্তা বহুদিন ধরে খারাপ। তবে প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি এতদিনে।
সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ বলেন, ইতিমধ্যে আলোচনা হয়েছে। দ্রুত রাস্তাটি সারাই করা হবে।
প্রশাসনের কাছে এলাকাবাসীর আবেদন দ্রুত এই রাস্তা মেরামত করা হোক।