
অনুপ রায়,হাওড়া : প্রাইমারি শিক্ষক পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া প্রার্থীরা শনিবার নবান্ন অভিযান করেন। শনিবার দুপুর দুটো নাগাদ দক্ষিণ চব্বিশ
পরগনা থেকে প্রায় পঁচিশ জন চাকরিপ্রার্থী নবান্নে।হাতে প্ল্যাকার্ড নিয়ে শিবপুর কাজী পাড়া থেকে নবান্নের দিকে এগোতে থাকে মিছিল। মিছিলের অনুমতি না থাকায় নবান্নের সামনে আসতেই বাধা দেয় পুলিশ।চাকরিপ্রার্থীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। জানা গেছে,এক আন্দোলনকারী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।যদিও পুলিশ তাকে রুখে দেয়।তাকে অসুস্থ অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।আন্দোলনকারীরা জানান, ২০০৯ সালে ১৮৩৪ জনের শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি মতো তারা পরীক্ষা দিয়ে পাস করেন, তাদের ইন্টারভিউও হয়। আদালত নির্দেশ দেয় সবার তালিকা পেশ করতে হবে। কিন্তু রাজ্য সরকার ১৫০৬ জনের তালিকা প্রকাশ করলেও বাকি ৩২৮ জনের তালিকা বের করেনি। অবিলম্বে তাদের নিয়োগ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন চাকরিপ্রার্থীরা।