
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: কথায় আছে তিস্তাপারে বাস,দুশ্চিন্তা বারোমাস। দানার আতঙ্কে ক্ষেতের ফসল ঘরে তুলতে মরিয়া কৃষককুল। যদিও আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে উড়িষ্যার সমুদ্র উপকুলবর্তী এলাকায় “দানা” আছরে পরবে এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছুটা প্রভাব পড়তে পারে । সে ক্ষেত্রে উত্তরবঙ্গে সেরকম কোন প্রভাব পড়বে না। কিন্তু সরকারি ভাবে সেরকম কোন ঘোষনা না হলেও কৃষকরা থেমে নেই তাদের তিস্তা পারে ফলানো ফসল ঘরে তুলতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোণী এলাকার তিস্তার চরে দেখা গেল তাদের এবারের ফলানো আমন ধান কাটার হিড়িক। এলাকার কৃষক রূপচাঁদ মজুমদার,পলাশ বিশ্বাস বলেন, এর আগে পাকা আমন ধান জমিতে বেশির ভাগ লোক কেটে রেখেছিল। তিস্তায় জল বেড়ে যাওয়ায় তা জলের স্রোতে ভেসে যায়। কিন্তু চাষিরা আবহাওয়াবিদদের আর ভরসা না করে ধান যতটুকু পূর্ণতা বৃদ্ধি পেয়েছে সেইটুকুই কেটে তারা বাড়ি নিয়ে যাচ্ছে।