
জলপাইগুড়ি,উজ্জ্বল হোড়:
তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে ,জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি।অপরদিকে পাহাড়ে ও চলছে অবিরাম বৃষ্টি। মঙ্গলবারও গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে।
জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে মঙ্গলবার সকাল ৬ টায় জল ছাড়ার পরিমাণ প্রায় ১৮১২.৩৫ কিউমেক। এদিন সকাল 6.30 নাগাদ জলপাইগুড়ি সেচ দপ্তর সুত্রে জানা গেছে তিস্তায় লাল সতর্কতা অব্যাহত রয়েছে। মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি তিস্তার দোমহনীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এনএইচ ৩১ জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
অপরদিকে সিকিম সহ পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, পাহাড়ি অঞ্চলে হাওয়া বৃষ্টির কারনে ডুয়ার্সের বিভিন্ন নদী এবং ঝোড়া গুলোতে বাড়ছে হড়পা বানের আশঙ্খা, আর এতেই শঙ্কিত ডুয়ার্স।