
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ আবারো আক্রান্ত নারী, এবার পরিবারিক হিংসায় ক্ষতবিক্ষত হলো মা ও মেয়ে। জলপাইগুড়ি কোতয়ালী থানায় এলাকার মন্ডল ঘাট নন্দনপুরের ঘটনা। তদন্তে পুলিশ।
স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিলো। অভিযোগ আচমকাই স্বামি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে শুরু করে স্ত্রীকে। স্থনীয় সূত্রে খবর, মাকে বাঁচাতে এগিয়ে আসা বছর কুড়ির মেয়েও। কিন্তু বাবা ধারালো অস্ত্রের আঘাত থেকে রক্ষা পায়নি সে। মা ময়ের অর্তনাদ শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশী। আহতদের উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা। আক্রান্তের অবস্থা সঙ্কটজনক হওয়ায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় মা ও মেয়েকে। হাসপাতাল সূত্রে খবর, বছর ৫০ এর চিনু সরকার ও বছর ২০ এর তনু সরকারের আবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। খবর পেয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন চিনুর বোন আদুরী বালা। তিনি বলেন, বোন জামাই সত্যরঞ্জন সরকার তার বোন এবং বোনঝি কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে।
অপরদিকে নির্দিষ্ট অভিযোগ জমা না হলেও সাত সকালে এমন ঘটনার খবর পেয়েই হাসপতালে ছুটে যায় কোতয়ালী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে জলপাইগুড়ি কোতয়ালী থানায় এলাকার মন্ডল ঘাটের নন্দনপুরে। পাড়া প্রতিবেশীদের সূত্রে খবর চিনু বালা তার স্বামী সত্যরঞ্জনকে সন্দেহ করত। তাই নিয়ে প্রতিদিন অশান্তি ওদের পরিবারে।