
সায়ন মাইতি,খড়গপুর: মেদিনীপুরের তৃনমূল প্রার্থী হিসাবে তার নাম ঘোষনার পর থেকে , প্রচারে খামতি নেই জুন মালিয়ার। ব্যতিক্রম হয়নি শুক্রবার ও। এদিন মন্দির, মসজিদ, গুরুদুয়ারাতে পুজো দিয়ে খড়্গপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন জুন মালিয়া। প্রচারের ফাঁকে জুন সংবাদ মাধ্যমকে বলেন, আজকে আমি প্রথম খড়গপুরে এসেছি,তাই কোন রাজনৈতিক মন্তব্য করবোনা সবার কাছ থেকে আশীর্বাদ নেবো দিলীপ দার সঙ্গে দেখা করে তারও আশীর্বাদ নেবো।