
প্রতীতি ঘোষ, জগদ্দল:
ফের বন্ধ হয়ে গেলো রাজ্যের আরো একটি জুট মিল। বর্ধিত হারে বেতন না দেওয়া এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী না করার প্রতিবাদে বুধবার কাজ বন্ধ করে দেন জগদ্দলের জে জে আই জুট মিলের শ্রমিকরা।এর ফলে কাজ হারালেন প্রায় তিন হাজার শ্রমিক
।সম্প্রতি জুট মিল মালিক, শ্রমিক ইউনিয়ন ও রাজ্য সরকারের শ্রম দপ্তরে মধ্যে বৈঠক হয় এবং সেই বৈঠকে চুক্তি হয় যে সরকারের ঠিক করে দেওয়া বর্ধিত হারে বেতন দেওয়া হবে শ্রমিকদের এবং অস্থায়ীদের স্থায়ী করা হবে। কিন্তু জগদ্দল জে জে আই জুট মিলের শ্রমিকদের অভিযোগ মিল কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়নি। তারপরেই মিলের ইউনিয়নের তরফ থেকেও সরকারি চুক্তি অনুযায়ী বর্ধিত হারে সমস্ত শ্রমিককে বেতন দেয়ার দাবি করে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা ।এই ঘটনার জেরে মিলের বেশির ভাগ ডিপার্টমেন্ট উৎপাদন বন্ধ হয়ে গেছে । ফলে ৩ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে গেছেন।