
নিজেস্ব প্রতিনিধি, কলকাতা : সোমবার ৮ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১০ তম জন্মবার্ষিকী. দেশের একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি. টানা ২৩ বছর বাংলার মসনদে ছিলেন জ্যোতিবাবু. প্রায় দুদশক ধরে বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছিলেন. বাংলায় ৩৪ বছরের বাম জমানার তিনিই ছিলেন প্রধান কারিগর. বছরের পর বছর সঙ্গীদের নিয়ে চালিয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার.
সোমবার বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়. এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জ্যোতিবাবু অনেক বড় মাপের মানুষ। একজন দেশনায়ক। আমি ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পাইনি ঠিকই, কিন্তু জ্যোতিবাবু যে দুর্দান্ত প্রশাসক ছিলেন সেটা বলতে কোন দ্বিধা নেই’।