
সুকান্ত চট্টোপাধ্যায়,দেগঙ্গা: পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা দেগঙ্গার কদম্ব গাছিতে।বিজেপি সমর্থকদের কে ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । এই খবর পেয়ে ঘটনাস্ত চলে আসে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা কাসেম আলী।অভিযোগ তিনি যখন ভোটারদেরকে কথা বলছিলেন সেই সময় তাকে পুলিশ ধাক্কা দিয়ে বার করে দেয়। তার দাবি পুলিশ দলদাস হয়ে কাজ করছে শাসক দলের