
গোপাল শীল, কাকদ্বীপঃ পুনর্নির্বাচনের দিনেও উত্তেজনা মথুরাপুরে কাকদ্বীপের ২৬ নম্বর বুথে বিজেপির প্রার্থী অশোক পুরকাইত কে ঘিরে জয় বাংলা ধ্বনি শাসক দলের। পাশপাশি ভোট কর্মীদের পরিচয় পত্র না থাকার অভিযোগ। এই বিষয়ে বিজেপি পার্থী অশোক বাবু জানান বুথের মধ্যে যে প্রিসাইডিং অফিসার ও যে পোলিং অফিসার আছেন তাদের কোন নির্দিষ্ট আই কার্ড নেই। কেন আই কার্ড নেই জিজ্ঞাসা করলে তার কোন উত্তর নেই। বিষয়টি তিনি নির্বাচন কমিশনারের নজরে আনবেন।এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা।