
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ সত্তেও কালীঘাট অঞ্চলে শুরু হয়েছে ট্রাম লাইন বুঁজিয়ে রাস্তা তৈরির কাজ।প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। দ্রুত মামলার শুনানির আবেদন। আবেদনে সায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়া হচ্ছে। কলকাতা শহরের ট্রাম হেরিটেজের তকমা পেয়েছে। শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।সেই মামলা চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম বিলুপ্তির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা যাবেনা।এদিন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।