
স্পোর্টস ডেস্ক : উগ্র ভাবে এর প্রতিবাদ করতে গিয়ে পেরেইরা দিয়াজও লাল কার্ড দেখেন। এর পরে গুরকিরাত সিং ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়। এই ঘটনা ঘটে ম্যাচের শেষ দিকে ন’মিনিটের স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে। ফলে মুহূর্তে এগারো থেকে আটজনে নেমে আসে মুম্বই। দুই দলই এ দিন অনেক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু রক্ষণের খেলোয়াড়দের তৎপরতায় কোনও দলই ওপেন প্লে থেকে কোনও গোল করতে পারেনি।
গত মরশুমেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ওডিশা এফসি। ২০২৩-এর এপ্রিলে কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে এই দিয়েগো মরিসিওই জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়নশিপের পথে নিয়ে যান। প্রথমার্ধে ১৫ মিনিটের মধ্যেই এই দুই গোল করেন তিনি। লড়াইয়ে ফেরার জন্য প্রয়োজনীয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বেঙ্গালুরু এফসি। এ বার ঘরের মাঠে সেই খেতাব নিজেদের শিবিরেই ধরে রাখার সুযোগ এসে গেল ওডিশার কাছে।
বুধবার প্রথম সেমিফাইনালে জামশেদপুর এফসি-কে ২-০-য় হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচের প্রথমার্ধে জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহের ও দ্বিতীয়ার্ধে স্প্যানিশ ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিওর গোলে জয় পায় কলকাতার দল। রবিবার ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিবেশী রাজ্যের দল। খেতাবী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।