
অনুপ রায়, হাওড়া : সোমবার কল্পতরু উৎসব। ১৮৮৬ সালে বেলুর মঠে ১ জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব। আজ ভোর পাঁচটায় মঙ্গল আরতির মাধ্যমে পূজা শুরু হয়। বছরের পর বছর ধরে অগণিত ভক্তরা আজকের এই দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করে আসছেন। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ আজ ভিড় জমিয়েছেন বেলুড় মঠে।
কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড়মঠ প্রাঙ্গনে। বেলা বাড়ার সাথেসাথে বাড়ছে ভক্তদের ভিড়ও। এই বিশেষ দিনে পুণ্যার্থীদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে।