
সুনন্দা দত্ত,হুগলী:কল্যাণ – কাঞ্চন বিতর্কে নয়া মোড়।বৃহস্পতিবার রাত থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে লক্ষ্য করে পোস্টার পড়লো শ্রীরাম পুরের বিভিন্ন এলাকায়।পোস্টার গুলিতে লেখা ছিলো ” আজ কাঞ্চনের সাথে যা হয়েছে,আগামীতে তা আপনার সাথে হবে।এই বাংলায় শিল্পীর কোন দাম নেই”। এইরকম ব্যবহার এর পর রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে করা হতে পারে বলেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে ওই পোস্টার গুলিতে। উল্লেখ্য দ্বিতীয় দফা ভোটের আগের দিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার বিধায়ক তথা শিল্পী কাঞ্চন মল্লিক কে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। তা নিয়ে শুরু হয়েছিলো রাজনৈতিক তরজা ।এরপর রাতেই পড়লো পোস্টার। শুক্রবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। তার আগেরদিনই শ্রীরামপুরের একাধিক জায়গায় পোস্টার পড়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।