
প্রতীতি ঘোষ,কামারহাটি:
কামারহাটির আড়িয়াদহ এলাকার ত্রাস জায়েন্ট সিং ওরফে জয়ন্ত সিং এর হাড় হিম করা বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ও কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা। এই ঘটনার ইতি মধ্যেই ৮ জন কে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মত তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে বুধবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন যে কটি ভিডিও ভাইরাল হয়েছে সেই গুলির সত্যতা যাচাই করে দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এখনো পর্যন্ত মারধরের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে তিন জন দুষ্কৃতিকে ১ জুলাই এর মা ছেলেকে মারধরের ঘটনায় পূর্বে গ্রেপ্তার করা হয়েছিল। এবার নতুন করে আরো ৩ জন কে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। এদিন পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের বর্বরোচিত কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,কাউকে রেয়াত করা হবে না।