
স্পোর্টস ডেস্ক :প্রবল উৎসাহ ,উদ্দীপনার সঙ্গে উদ্বোধন হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার ও আইএফএর যৌথ উদ্যোগে কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশনের খেলা। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত,আইএফএ সচিব অনির্বাণ দত্ত,সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস,দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, বিশ্বজিৎ ভাদুড়ী এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি। উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরপুকুর সেভ দ্যা চিলড্রেন সংস্থার উদ্যোগে সমবেত প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী নারী ব্যক্তিত্ব শ্রাবণী ব্যানার্জী স্পেশাল এডুকেটর এবং টেগোর ফাউন্ডেশনের কর্ণধার, টাটা মেডিকেল সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডা . অর্পিতা ভট্টাচার্য পেডিয়াট্রিক অনকোলজিস্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর আরামবাগ ফুড মার্ট প্রাইভেট লিমিটেড আইএফএর তরফে বিশেষ সম্মান জানানো হয়| এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ফুটবলের এক ঝাঁক প্রাক্তন নক্ষত্র ফুটবলার।