
নিজস্ব প্রতিনিধিঃ পিঙ্কি বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের দিন কয়েকের মাথায় ফের শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিয়ে করেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সমাজমাধ্যমের কাঞ্চনের বিয়ের ছবি ভাইরাল। আর এবার এবার ভাইরাল পিঙ্কি বন্দ্যেপাধ্যায়। কারণ তিনি প্রেমে পড়েছেন। এমন টাই দাবি করছে, অভিনেত্রীর সমাজমাধ্যম। নতুন প্রমিকের নাম, আশিস ঘোষ। পেশায় তিনি আইপিএস। তাঁরা যে সম্পর্কে রয়েছেন সেটা সমাজমাধ্যম জানান দেন আশিস। সেই পোস্টে ট্যাগ করেন পিঙ্কিকে। রীতিমতো শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন অনেকে। কিন্তু হটাত করে সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দেওয়া হয় পোস্টটি। কিন্তু, ঘোষণা করে কেনই বা মুছলেন সেই পোস্ট, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও পিঙ্কির তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।