
সুনন্দা দত্ত,ধনিয়াখালি: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় ধনিয়াখালির দুটি পরিবার।মেশিনে ধান কাটার কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন হুগলির ধনিয়াখালি মদনমোহন তলার সৌনক সাহা ও তন্ময় ঘোষ।কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরা যাত্রী ছিলেন তারা।ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌনক।আহত হন তন্ময়ও।দুজনেই ভর্তি হাসপাতালে।ট্রেন দুর্ঘটনার খবর আসে তাদের বাড়িতেও। সৌনকের ভাই সৌভিক গত বছর অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচে।করমন্ডোল এক্সপ্রেসে ফেরার কথা ছিল কিন্তু সে আগের ট্রেনে ফিরে পরে।সৌনকের গাড়িতে ফেরার কথা ছিল।ধান কাটার মেশিন দু দিন রয়ে যাবে বলে ট্রেনে ফিরছিলেন।তার বাবা প্রদীপ সাহা জানান, দুর্ঘটনার খবর পেতেই দুশ্চিন্তায় রয়েছেন।ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরুক।ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রকে দুর্ঘটনার দিনই ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ধনিয়াখালির দুই যুবকের চিকিৎসা ও তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান বিধায়ক।