
হুগলি, সুনন্দা দত্ত : তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। এবার তাঁর নামে পড়ল নিখোঁজ পোস্টার! সে কথা কানে পৌঁছতেই তিনি বললেন “এইতো আমি”। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক নিখোঁজ, এই মর্মে পোস্টার পড়েছে হিন্দমোটর অঞ্চলে। কাঞ্চন বিধায়ক হওয়ার পর তাঁকে তাঁর বিধানসভা এলাকায় খুব একটা দেখা যায়না বলে অভিযোগ। শনিবার উত্তরপাড়ায় এসে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেন কাঞ্চন। পোস্টার প্রসঙ্গে কাঞ্চন বলেন, এইতো আমি। গতকাল কোন্নগরে কল্যাণ দার প্রচার কে করল। বিধায়কের অফিস আছে, সেখানে কে বসেছিল। বিজেপি ঘামাচিকে কার্বঙ্কল বানাচ্ছে বলেও কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক।
বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় পাল্টা কটাক্ষের সুরে বলেন, কাঞ্চন মল্লিকের এখন হানিমুন পিরিয়ড চলছে। এখন ওঁকে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক।
লোকসভা ভোটের মুখে এ হেন রাজনৈতিক আকছাআকছিতে সরগরম শ্রীরামপুর। কে লাগালো পোস্টার, এখন এই প্রশ্নের উত্তরই খুঁজছে এলকারা মানুষ।