
অপরূপা কাঞ্জিলাল: স্লিভলেস পোশাক, ঠোঁটে ন্যুড লিপস্টিক, চোখের মোহিনী দৃষ্টি আঁকা কচি বউ কে নিয়ে জলকেলিতে মত্ত কাঞ্চন মল্লিক। জামাইষষ্ঠীতে ঝুপ করে সুইমিং পুলে ডুব কাঞ্চন শ্রীময়ীর।জামাইষষ্ঠীতে পুড়ছে গোটা শহর। কিন্তু সদ্য বিয়ে হওয়া কাঞ্চন-শ্রীময়ী কিন্তু একেবারে বিন্দাস। আর তাই তো জামাইষষ্ঠীর আগেই গরমকে জব্দ করতে দুজনে মিলে ঝুপ করে সুইমিং পুলে ডুব।আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রীময়ী লিখলেন, ‘খুব গরম পড়েছে,তাই’।
শ্রীময়ীকে বিয়ে করার পর এটাই কাঞ্চেনর প্রথম জামাইষষ্ঠী।এক সাক্ষাৎকারে জামাইষষ্ঠী নিয়ে শ্রীময়ী জানিয়েছেন, তাঁদের বাড়িতে জামাইষষ্ঠী মানে শুধুই পেটপুজো নয়। বরং রয়েছে নানা রীতিনীতি। জামাইয়ের হাতে তুলে দিতে হয় কাঁঠাল পাতায় পাঁচ ফল, নতুন জামা কাপড় তো বটেই তার পাশাপাশি হাতে বেঁধে দিতে হয় হলুদ সুতো, আর পাখার বাতাস করবে শাশুড়ি।চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।
কাঞ্চনকে নিয়ে সোশাল মিডিয়ায় শ্রীময়ী লিখেলেন “জীবনে একবারই বিশেষ মানুষটির সঙ্গে দেখা হয়। যে কিনা আপনার হৃদয় জুড়ে থাকে। মনে প্রজাপতি ওড়ায়। এমন এক মানুষ যে কিনা ভালোবাসা, স্নেহ দিয়ে আপনাকে সামলে রাখে। আপনার মনে ভালোবাসার আগুন জ্বালায়। এমন কোনও মানুষ জীবনে এলে নিজেকে উজাড় করে দিন। তাঁকে ভালোবাসুন, কারণ, সে আপনার জীবনের সম্পদ। তুমিই সেই ভালোবাসা। তুমি শুধুই আমার মিস্টার মল্লিক।”তাঁরা যাই করেন তাই নিয়েই লোকে কথা বোলে। তাই বোধয় নিবার্চনের ফলাফল পর্যন্ত খানিক সংযতই ছিলেন কাঞ্চন। এমনিতেও প্রচারে গিয়ে বেশ খানিকটা অপদস্থ হতে হয়েছে তাকে। তবে নির্বাচন আবহ মিটতেই স্বমহিমায় কাঞ্চন শ্রীময়ী।