
প্রতীতি ঘোষ, কাঁচরাপাড়াঃ মঙ্গলবার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের ভূতবাগান পানবস্তি এলাকা থেকে উদ্ধার হল এক রেল কর্মীর পচা গলা মৃতদেহ। জানা গেছে মৃত ব্যক্তির নাম পারভীন কুমার কুজুয়ার। বছর ৫৯- র এই রেল কর্মী ঝাড়খণ্ডের গুমলা জেলার বাসিন্দা। তিনি পানবস্তি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
মঙ্গলবার এলাকার অধিবাসীরা দুর্গন্ধ পেয়ে বিজপুর থানায় খবর দেন। কিছুক্ষন পরে বিজপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে রেল কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ।