
নিজস্ব সংবাদদাতা : কসবাতে রহস্য মৃত্যুর কাণ্ডে এবার গ্রেফতার ব্যাঙ্কের লোন এজেন্ট । এর আগে এই কাণ্ডে গ্রেফতার হয়েছিল মৃত সোমনাথের মামা ও মামি । লোন এজেন্ট এর নাম চঞ্চল মুখোপাধ্যায়। সোমনাথ রায়ের দেওয়ালে লিখে যাওয়া সুইসাইড নোট থেকে ধৃত চঞ্চলের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।
সোমনাথের কিছু প্রতিবেশী ও বন্ধুরা জানায়, সোমনাথের ছেলে আড়াই বছরের রুদ্রনীল জন্মানোর পর থেকেই কঠিন অসুখে আক্রান্ত ছিল। জানা গেছে ছেলের চিকিৎসার জন্য অটো ইউনিয়নের থেকে ৮ হাজার টাকা ধার করেছিলেন সোমনাথ । কিন্তু মৃত্যুর আগে সোমবার সেই ঋণ শোধ করে দেন। এছাড়া অন্যান্য জায়গাতেও ধার ছিল, সেসব ধার মেটাতে একটি অটো বিক্রি করেছিলেন সোমনাথ। তারপরও অশান্তি মেটেনি। হালতুতে যেখানে সোমনাথ থাকত সেটা ছিল তার মামারবাড়ি। মামা-মামির সঙ্গে চলছিল সম্পত্তি নিয়ে ঝামেলা ।
অন্যদিকে লোন এজেন্টের থেকে পুলিশ জানতে পারে , ছেলের চিকিৎসার জন্য একটি ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা লোন নিয়েছিলেন সোমনাথ। টাকার বিনিময়ে ব্যাঙ্ক থেকে লোন পাইয়ে দিয়েছিল চঞ্চল । কিন্তু সেই লোনের টাকা শোধ দিতে পারছিলেন না সোমনাথ। বেশ কয়েকদিন অন্তর অন্তর বাড়ি এসে সোমনাথকে হুমকি দিতেন চঞ্চল মুখোপাধ্যায়। বাড়িতে গিয়ে অপমানজনক কথা বার্তাও বলেন। সেই কারণেই এবার চঞ্চল মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ।
ইতিমধ্যেই কসবা কাণ্ডের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে তিন বছরের শিশুটির শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে । কিন্তু তাঁকে খুন করেছে কে , বাবা না মা, সেটা এখনও পরিষ্কার নয়। রিপোর্ট উল্লেখ করা হয়েছে, শিশুটির নাক এবং ঠোঁটে একাধিক আঘাত রয়েছে। মনে করা হচ্ছে, শ্বাসরোধ করার সময়ই সেই চোট লাগে তার। এতএব, সন্তানকে খুন করেই আত্মঘাতী হয়েছেন বাবা-মা। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।