
ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই বা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর প্রধান পদে বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। জানা গিয়েছে ওই পদে বসতে চলেছেন ক্যাশ প্যাটেল, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইতিমধ্যে তাঁর মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট।
সিনেটে ক্যাশ প্যাটেলের নামে মনোনয়ন পেশ করা হলে ৫১-৪৯ ভোটে তা অনুমোদন পায়। ডেমোক্র্যাট সিনেটরদের সবাই তাঁর বিপক্ষে ভোট দেন। আর ক্যাশ প্যাটেলের সমর্থনে ভোট দেন রিপাবলিকান সিনেটররা। যদিও সিনেটের দুই মধ্যপন্থী রিপাবলিকান সদস্য প্যাটেলের বিপক্ষে ভোট দিয়েছেন।
ডেমোক্র্যাটদের দাবি, ক্যাশ প্যাটেল অতীতে ট্রাম্পের সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন। তাই এফবিআইয়ের মাথায় তাঁকে মেনে নেওয়া হবে না। অন্যদিকে, প্যাটেলের পক্ষে থাকা রিপাবলিকানরা বলেন, এফবিআইয়ের উপর থেকে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। ওই সংস্থার সংস্কার করবেন ক্যাশ প্যাটেল।
ক্যাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপ প্রমোদ বিনোদ প্যাটেল। তাঁর মা-বাবা ভারতের গুজরাট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই নিউইয়র্ক শহরে তাঁর জন্ম। ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্টোরি বিষয়ে স্নাতক করেন ক্যাশ প্যাটেল। এ ছাড়াও পেস ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পড়াশোনা করেছেন তিনি। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন।