
গোপাল শীল,কাশিপুর:কাশিপুর থানা এলাকার পঞ্চায়েত দপ্তরের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। চলছে, মাইকিং করে প্রচার।
আজ মঙ্গলবার ভাঙ্গড়ের কাশিপুরে সাতটি পঞ্চায়েতে উপসমিতি গঠন রয়েছে। এই উপসমিতি গঠনের সময় যাতে কোন বিশৃঙ্খল বা অশান্তির ঘটনা না ঘটে সে কারণে আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন।তাই কাশীপুরে আবারও জারি করা হয়েছে ১৪৪ ধারা। কাশিপুর থানার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে সোমবার থেকেই।পঞ্চায়েত দপ্তরের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। কোন মিটিং মিছিল ও অবৈধ জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে । সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে এমনটাই জানা গেছে কাশিপুর থানা পুলিশের পক্ষ থেকে।উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষনার আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল কাশিপুর সহ ভাঙ্গড়ের বিস্তীর্ণ অঞ্চল।ভোট সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতার পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়।তাই পঞ্চায়েত উপসমিতি গঠনের আগে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।