
রুপম চট্টোপাধ্যায়,কেরালা:
আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার ছায়া কেরলের কোবালম স্টেডিয়ামের জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার আসরে।
এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন হয় দু’বছর অন্তর। এবার মস্কো-ফিট ৫ এর আসরে আওয়াজ উঠল দেশের কন্যা সন্তানদের আত্মরক্ষার জন্য গান নাচ আঁকা এসবের আগে ক্যারাটে প্রশিক্ষণ জরুরী। এই ক্যারাটে প্রতিযোগিতায় বাঙলার প্রায় ২৫ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নিয়েছিল। ১৬-১৭ অগাষ্ট কেরালার তিরবনন্তপুরমের কোবালম সি বিচ লাগোয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ক্যারাটের আসর। হাজির ছিল বাঙলা , উত্তরপ্রদেশ, কেরল , বিহার, তামিলনাড়ু কর্নাটক সহ বেশ কয়েকটি রাজ্যের প্রতিযোগীরা । এরমধ্যে দুই রাজ্য বাঙলা এবং উত্তরপ্রদেশ থেকে একাধিক ধর্ষণ ও খুনের অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে। তাই প্রবীণ ক্যারাটে প্রশিক্ষক রানীগঞ্জের শিশির বাগ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, ক্যারাটে জানা থাকলে ধর্ষণের শিকার হওয়ার আগেই আমাদের কন্যা সন্তানরা প্রাথমিক প্রতিরোধ গড়ার সুযোগ অবশ্যই পাবে। আরজি করের ঘটনায় চরম মর্মাহত অপর কোচ বর্ধমানের মিলন বাদ্যকর জানিয়েছেন, বাঙলার প্রতিটি স্কুলে ক্যারাটে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। সরকার যখন নিরাপত্তা দিতে ব্যর্থ তখন আমাদের কন্যাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।
এই প্রতিযোগিতায় বাঙলার সাফল্য বেশ উল্লেখযোগ্য।
জুনিয়ার বিভাগে ঋষিতা ফরিকর, কাতা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইটে দ্বিতীয় হয়েছে
আরিয়েন ফরিকর, জুনিয়র সাত বছর বিভাগে।
প্রথম হয়েছে বাংলার শুভদীপ গড়াই ১৪ বছর বিভাগে।এবং হেমাংশু রুইদাহ ১৬ বছর বিভাগে প্রথম স্থান পেয়েছে ।
দেবকুমার বাউরি ৭০ কেজি বিভাগে
দ্বিতীয় হয়েছে । রাকেশ রজক ৮০ কেজি বিভাগ দ্বিতীয় হয়েছে ।কেরালার তিরবনন্তপুরমের কোবালম স্টেডিয়ামে বাঙলার সাফল্যের জেরে আগামী ১৯ তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ব্যাংকক যাচ্ছেন দুই প্রতিযোগী। আগামী নভেম্বরে ৮ থেকে ১০ ব্যাংককে আয়োজিত এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন বাঙালা থেকে রাকেশ রজক হেভি ওয়েট ৮০ কেজি বিভাগে। দেবকুমার বাউরি অংশ নেবেন ৬০ কেজি বিভাগ। এই প্রতিযোগীরাও সকলেই আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের পর মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে সোচ্চার হয়েছে। একই সঙ্গে বাঙলার এই ঘটনা সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকায় জোরালো প্রশ্ন উঠেছে বলেও দাবি করেছেন তারা।