
নিজস্ব প্রতিনিধি :দেশিয় পর্যটকের সংখ্যায় সন্তোষজনক বৃদ্ধির পর কেরালা যে কোনো মরসুমে বেড়াতে যাওয়ার অন্যতম প্রধান জায়গা হিসাবে নিজের স্থান আরও মজবুত করেছে। চ্যাম্পিয়নস বোট লিগ রেসের মত উদ্ভাবনীমূলক প্রোডাক্ট দক্ষিণের এই রাজ্যটিকে পর্যটনকেন্দ্র হিসাবে নিজের স্থান আরও জোরদার করতে সাহায্য করছে।
সপ্তাহ জুড়ে বর্ণাঢ্য ওনাম উদযাপনের সময়ে পর্যটকদের আগমন বেড়েছিল। এ মাসে পরের দিকে শুরু হতে চলেছে আইপিএল মডেলে তৈরি তৃতীয় সংস্করণ। আশা করা হচ্ছে এই প্রতিযোগিতা রাজ্যের সমস্ত অঞ্চলে দেশিয় পর্যটকদের আগমন আরও বাড়াবে।
কেরালা জুড়ে বহু রোয়ারচালিত একেকটি বিরাট বিরাট স্নেক বোট (চুন্দন ভল্লম) ব্যাকওয়াটারে একে অপরের সঙ্গে পাল্লা দিতে দিতে চলে যায়, উৎসাহ উদ্দীপনার এক বলয় তৈরি হয়।
এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে কেরালার পর্যটন ও তাঁদের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হল সারা দেশে যা আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে